News & Updates

বিশ্বের সবচেয়ে দূষিত দেশ বাংলাদেশ

বাংলাদেশ টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে উঠে এসেছে। ২০২১ সালে বিশ্বের বিভিন্ন দেশের বাতাসের মান বিচার করে এই প্রতিবেদেন তৈরী করা হয়েছে। তারমধ্যে ৬ হাজার ৪৭৫টি শহরের বাতাসে দূষণের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষণা প্রতিবেদনটি তৈরী করেছে আইকিউএয়ার। এটি সুইজারল্যান্ড ভিত্তিক একটি সংস্থা। আইকিউএয়ার বায়ুমান এবং বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার বাতাসের মান বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ। এবং বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ টি শহরের মধ্যে ৪৬টিই এই অঞ্চলে অবস্থিত। বিশ্বব্যাপী বায়ু দূষণের কারণে যত লোক মারা যায়; তার ৭০ শতাংশই মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ায় ঘটে।

Video Credit : Ki Keno Kivabe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *